
Free Flight!
শর্তসমূহঃ
(১) সময়সীমাঃ ০১ জুন,২০২০ হতে ৩১ ডিসেম্বর,২০২০
(২) টিকেটের সংখ্যাঃ প্রতিদিন ১৫ টি একমুখী টিকেট (সর্বোচ্চ) আসন প্রাপ্তি সাপেক্ষে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে দেয়া হবে।
(৩) যোগ্যতাঃ কোভিড-১৯ চিকিৎসা সংশ্লিষ্ট চিকিৎসক, গবেষক, নার্স (শুধুমাত্র সরকার অনুমোদিত কোভিড-১৯ সংশ্লিষ্ট হাসপাতাল ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট শাখার স্বাস্থ্যকর্মীদের জন্য প্রযোজ্য হবে ।
(৪) ঢাকা হতে/ঢাকামুখী নভোএয়ারের আভ্যন্তরীণ গন্তব্য সমূহ- চট্টগ্রাম, সিলেট, সৈয়দপুর, যশোর, রাজশাহী, বরিশাল এ এই একমুখী সুবিধা প্রযোজ্য হবে। তবে কোন যাত্রী একাধিকবার এই সুবিধাটি ভোগ করতে পারবে না।
(৫) অব্যবহৃত বরাদ্দকৃত টিকেটের কোন অর্থমূল্য কোন অবস্থাতেই বরাদ্দপ্রাপ্ত ব্যক্তি দাবী করতে পারবেন না।
(৬) শুধুমাত্র আবেদনকৃত ব্যক্তিই ভ্রমণের জন্য নির্বাচিত হবেন।
(৭) সংযুক্ত আবেদনপত্রের সহিত ছবি সম্বলিত পরিচয়পত্র ও যথাযথ কর্তৃপক্ষের সুপারিশ জমা দিতে হবে।
(৮) সরকার অনুমোদিত হাসপাতাল/চিকিৎসাকেন্দ্রের চিকিৎসক, গবেষক, নার্স/ স্বাস্থ্যকর্মীরাই শুধুমাত্র উল্লিখিত সুবিধার আওতায় অন্তর্ভুক্ত হবেনঃ
Download Form
The applicant should fill up the form, attach the photo id along with a proper recommendation letter from his/her concern authority and send it to: freeflight@flynovoair.com
Copyright © NOVOAIR 2025